মো: রাশেদ খান ভোলা // প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের মাঝকাজির হাট সড়কের সংস্কারকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। সড়কে কার্পেটিং করার পরদিনই হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলছেন স্থানীয়রা।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন বাইল্যাখালি ব্রিজ থেকে বরিশাল মেহেন্দিগঞ্জের মাঝকাজি বাজার সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় এলজিইডি। ৩ হাজার ৪০০ মিটার দীর্ঘ এ সড়কের উন্নয়নকাজে ব্যয় ধরা হয় ১ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকা। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনাল। ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি। স্থানীয়দের অভিযোগ চেয়ারম্যান বাপ্পি ক্ষমতা দেখিয়ে লেপছেপ দিয়ে সড়কটি সংস্কার করতে চায়। যাঁর কারনে বিক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সংস্কার কাজ বন্ধ করে দেন।
শুরু থেকে নিম্নমানের কাজের প্রতিবাদ করলেও তা আমলে নেয়া হয়নি। যার কারনে কোনো উপায়ন্তর না পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীরা একত্রিত হয়ে সংস্কার কাজ বন্ধ করে দেন। সড়কটিতে নিম্নমানের ইট, বালু ও বিটুমিন ব্যবহার করার কারনে কাজ বন্ধ করে দেয়া হয়। ২৪ নভেম্বর থেকে কাজ বন্ধ রয়েছে। এলজিইডির সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি দেখেও না দেখার ভান করে বসে আছেন বলেও অভিযোগ স্থানীয়রা
বুধবার সকালে সরেজমিন বটতলা বাজার এলাকায় গিয়ে পাওয়া যায় মেহেন্দিগঞ্জ উপজেলার উপ-সহকারী জসিম উদ্দিনকে। এসময় তার কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা না বলে তড়িঘড়ি করে ঘটনাস্থল ত্যাগ করেন।
একই জায়গায় পাওয়া যায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স কনফিডেন্স ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী ও আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পিকে। এসময় তিনিও এই অনিয়মের বিষয়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। সাংবাদিক দেখে তিনিও তড়িঘড়ি করে মোটরসাইকেলে ওঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
সড়ক সংস্কারে অনিয়ম হচ্ছে না দাবি করে উল্টো ঠিকাদারের পক্ষে সাফাই গাইলেন মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব।
তিনি বলেন, সড়ক সংস্কারে কোনো অনিয়ম হচ্ছে না। কিছু কিছু জায়গায় বিটুমিন কম হয়েছে। যাঁর কারনে এলাকাবাসীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরে আমরা তা সংশোধন করে নিয়েছি।
মো.সাইফুল ইসলাম রাকিব, সহকারী প্রকৌশলী মেহেন্দিগঞ্জ উপজেলা,বরিশাল। নোট: সাইফুল ইসলাম রাকিবের ছবি সংগ্রহ করা যায়নি।
এলাকাবাসীদের দাবি সড়ক সংস্কারে নিম্নমানের ইট, বালু, খোয়া ব্যবহার না করে অতি দ্রুত যেনো ভালো মানের সামগ্রী ব্যবহার করে সড়কটির সংস্কার কাজ শেষ করা হয়।