জুবায়ের ইসলাম চৌধুরী // ইউএস বাংলার সিস্টার কনসার্ন ফুডি এক্সপ্রেস লিমিটেড একটি জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান যা খাবারের পাশাপাশি ফুল ডেলিভারি করে। সম্প্রতি বরিশালেও তাদের এই কার্যক্রম চালু করেছে।
ইতোমধ্যে অর্ডারকৃত খাবার দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শহরের যেকোন স্থান থেকে গ্রাহকদের ডাক পেলেই খাবার নিয়ে অবিরাম ছুটে যায় ফুডির রাইডাররা। বরিশাল শহরে প্রায় অর্ধশতাধিক রাইডার কাজ করছে বলে জানিয়েছেন ফুডির সহকারী প্রোগ্রাম ম্যানেজার।
ফুডির কার্যক্রম নিয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, আমাদের কাছে অনলাইনে অর্ডার আসে, এরপর ফুডির রাইডার এসে যথা সময়ে ফুল বা খাবার নিয়ে যায়। তারা তাদের কথা আর কাজে মিল রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আশা করছি দেশবাসীকে ভালো একটা সেবা দিতে পারবে।
এ বিষয় এক ক্রেতা বলেন, আমি ফুডি এ্যাপ ব্যবহার করে অনলাইনে অর্ডার করার ২০ মিনিটের মধ্যে খাবার হাতে পেয়েছি। তাদের সেবার মান খুবই ভালো এবং রাইডারদের আচরণও আন্তরিক। আমার বিশ্বাস আস্থা অর্জনে ফুডি একদিন সবাইকে ছাড়িয়ে যাবে।
এ বিষয়ে ফুডির সহকারী ম্যানেজার বলেন, মানুষের প্রয়োজন ও চাহিদার যোগান দিতে ফুডি বরিশালে কাজ শুরু করেছে। আমাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা চাই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ফুডি থাকবে সবার শীর্ষে।