1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩০০ কর্মী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ জুন ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩০০ কর্মী নিহত

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।গতকাল রবিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ কমিশনার-জেনারেল ফিলিপ লাজারানি বলেন, ‘ইসরায়েলি হত্যাযজ্ঞে আজ আমাদের কর্মীদের মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।’   তিনি জানান, ইসরায়েলি হামলায় প্রাণ হারানোর এই কর্মীদের স্ত্রী-সন্তানকেও হত্যা করা হয়েছে। পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।

লাজারিনি বলেন, বেশিরভাগ কর্মীই ছিল স্বাস্থ্যকর্মী ও শিক্ষক। কেউ কেউ দায়িত্বপালনরত অবস্থায় নিহত হয়েছেন।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, এই হত্যাযজ্ঞের কোনো অজুহাত হতে পারে না। যারা এর জন্য দায়ী, অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

১৯৪৯ সালে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের জন্য কাজ করছে। গাজা, পশ্চিমতীর, জর্ডান, সিরিয়া ও লেবাননে ৬০ লাখ ফিলিস্তিনিদের সাহায্য করে আসছে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ