1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, নিহত ২

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে মহাসড়কের তাঁরাকূপি আরিফ ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, বরিশালে মালামাল বিক্রি করে খালি ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের তাঁরাকূপি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। এতে ট্রাক চালক মুকুল (৩৫) ও ব্যবসায়ী বাদল মোল্লা (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এরমধ্যে ব্যবসায়ী বাদল মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকার চুমুরদি গ্রামে মোতাহার মোল্লার ছেলে। তবে ট্রাক চালকের পূর্ন পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওসি আরও জানান, ট্রাকটি পুকুর থেকে উদ্ধার কার্যক্রম চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ