1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
গৌরনদীতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

গৌরনদীতে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

 

যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

শুক্রবার সকালে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের জন্মভূমি বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের নিজ বাড়িতে অবস্থিত শহিদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনতা।

 

শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করা হয়।

 

এসময় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইউনুস মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান, কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ভাষা সৈনিকের মেয়ে কাজী মহুয়া মাহবুব, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তাসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

একইদিন বেলা এগারটার দিকে বিনএপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার কবর জিয়ারত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ