খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশালে নবনিযুক্ত জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদীতে সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
গত রোববার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১ টা ৩০ মিনিটে গৌরনদী মডেল থানা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মাইটিভি প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি জি এম জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক রনি, সাকিব খানসহ উপ-পরিদর্শক সহিদুল ইসলাম, কেএম আব্দুল হক, কামাল হোসেন, আব্দুল হক সিকদার, সহ গন্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের নেতারা।
এর আগে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী মডেল থানায় পৌছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন সহ পুলিশ কর্মকর্তারা।
আগৈলঝাড়াঃ জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিপিএম এর আগৈলঝাড়া থানা পরিদর্শণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার দুপুরে নবাগত পুলিশ সুপার আগৈলঝড়া থানা পরিদর্শণে আসলে তাকে থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ারের নেতৃত্বে পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন থানার অফিসারবৃন্দ ও ফোর্সেরা। এর পরে পুুলিশ সুপার থানার নিয়মিত কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে থানার বিভিন্ন কার্যক্রম, অস্ত্রাগার, ফোর্সদের আবাসিক ভবনসহ থানার আওতাধীন নব নির্মিত আগৈলঝাড়া পুলিশ সুপার মার্কেটের নির্মাণ কাজ পরিদর্শণ করেন। পরে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সার্বিক কার্যক্রম সস্তোষজনক উল্লেখ করে পরিদর্শণ বহিতে স্বাক্ষর করেন।
থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে পুলিশ সুপার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত শেষে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় এলাকার আইন শৃংখলা পরিস্থিতি বর্তমানের ন্যায় স্বাভাবিক রাখতে এবং মাদকের আগ্রাসন থেকে এলাকাকে মুক্ত রাখতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার এসএম আল বেরুণী, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৌরনদী মডেল থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম।
Leave a Reply