জব্বারসহ ছয়টি থানায় মামলা হয়েছে মোট আটটি। এরমধ্যে চারটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী হয়।
যার ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাবুল সওদাগর উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত মো. ছিদ্দিকের ছেলে।
এমন তথ্য জানিয়েছেন ভোলার লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, লালমোহনে অবস্থান করছে শুনে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
এরপর বুধবার দুপুরের দিকে বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন আরও বলেন, ডাকাতি করাই ছিল বাবুলের পেশা। সে নোয়াখালী ও ভোলার দক্ষিণ আইচা এলাকায় দুইটি বিয়ে করেছে। দুই সংসারে বাবুলের মোট আটজন সন্তান রয়েছে।
Leave a Reply