1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জমকালো আয়োজনে জমজম নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
বরিশালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু, তদন্ত কমিটি গঠন দক্ষ প্রশাসনই শিক্ষার উন্নয়নের ভিত্তি: বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই: ইসি আনোয়ারুল ঢাকার আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার পটুয়াখালীতে ৪ হাজার টাকা দিয়েও মেলেনি প্রতিবন্ধী বরাদ্দের চাল! সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত সুন্দরবন ভ্রমণে নিখোঁজ যুক্তরাষ্ট্রপ্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার ষড়যন্ত্র চলছে মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দিতে: মির্জা ফখরুল পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন: পুলিশ

জমকালো আয়োজনে জমজম নার্সিং কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক

নগরীর প্রথম বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান ‘জমজম নার্সিং কলেজ’-এ জমকালো আয়োজনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ এবং বিগত সেশনের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়েছে। গত শনিবার বরিশাল নগরীর প্যাভিলিয়ন কনভেনশন হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়। কলেজটির প্রবীণ শিক্ষার্থীরাই এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল, আলোচনা সভা, কেক কেটে চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীনদের বরণ ও শপথ অনুষ্ঠান, ‘নার্সিং ক্যাপ’ পরিধান পর্ব, বিদায়ী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গ্রাজুয়েট সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।
নান্দনিক এ অনুষ্ঠানের উদ্বোধন ও সভাপতিত্ব করেন কলেজটির গভর্নিং বডির সভাপতি এস এম সাজ্জাদুর হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের নার্সেস অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সভাপতি ড. আলি আসগর, বরিশাল নার্সিং কলেজের শিক্ষক মোঃ ছগীর হোসেন, বিসিসি ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ নিজাম মাহমুদ বেগ, জেলা পাবলিক হেলথ নার্স মোঃ কামরুল ইসলাম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক খাদিজা বেগম এবং জমজম নার্সিং কলেজের পরিচালক মোঃ নজরুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের সভাপতি এস এম সাজ্জাদুর হক বলেন, “নৈতিকতা ও দক্ষতার সম্মিলন ঘটিয়ে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জমজম নার্সিং কলেজ।” এ সময় তিনি শিক্ষার্থীদের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আরও বলেন, কর্মজীবনে শিক্ষার্থীরা যেন রোগীদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশের মাধ্যমে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জমজম নার্সিং কলেজটি ২০১২ সালে বরিশাল নগরীতে প্রতিষ্ঠিত হয় এবং এক যুগেরও বেশি সময় ধরে এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এবারের নবীন বরণ অনুষ্ঠানে প্রায় ১০০ জন নতুন শিক্ষার্থীকে বরণ করা হয়। পাশাপাশি গত সেশনের প্রায় ১০০ জন শিক্ষার্থীকে বিদায় জানানো হয়। বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ