নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরজ আলী মাতুব্বর (৮০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের গলাচিপা-পানপট্টি সড়কের মোতালেব চৌকিদার বাড়ির সামনে।
নিহত আরজ আলী মাতুব্বর গলাচিপা সদর ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বাসিন্দা আরজ আলী মাতুব্বর শুক্রবার বিকেলে দক্ষিণ বোয়ালীয়ার এক আত্মীয়র জানাজা শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে উত্তর বোয়ালিয়া আসছিলেন। মোটরসাইকেলটি গলাচিপা-পানপট্টি সড়কের মোতালেব চৌকিদার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের ডোবায় পড়ে যায়। এ সময় যাত্রী আরজ আলী মাতুব্বর, আনছার আলী মাতুব্বর ও ড্রাইভার ইফাত হাওলাদার গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরজ আলী মাতুব্বরকে মৃত ঘোষণা করে।
আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply