
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে দলের প্রচার কার্যক্রম উদ্বোধন করেছেন। এদিন তিনি গণসংযোগও করবেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় মিরপুর দশে আদর্শ স্কুল মাঠে এ জনসভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত।
এর আগে সকাল থেকে চলে জনসভাস্থলের প্রস্তুতির কাজ। জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সভাস্থলে নিরাপত্তার জন্য রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।
এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি।