পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজ পায় বরগুনার রফিকুল ইসলাম। তিনি জামাল মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে নেন।
শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় রবিবার সকাল ১১টায় সেভটি বেল্ট ছিড়ে নিচে পড়ে যায় জামাল। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জামাল মোল্লা বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ায় জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অতিরক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। বাকিটা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধার করার পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply