মোঃ রোকনুজ্জামান নীলফামারী প্রতিনিধি // নীলফামারী ডিমলা উপজেলার ৬ নং নাউতাড়া ইউনিয়নে সরকারি ১০ কেজি করে ভিজিএফ এর চাউল সব ব্যবসায়ীদের গোডাউনে। এ যেন দেখার কেউ নেই যেভাবেই পারছে সেভাবেই নিয়ে যাচ্ছে ইউনিয়ন পরিষদের ভেতর থেকে বস্তা ভরা চাউল। তা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন সংশ্লিষ্ট অফিসার তিনি আবার বলেন যে এভাবে নিতে পারে কোন সমস্যা নেই কিন্তু ইউনিয়ন পরিষদের সামনে যেন ঝাকে, ঝাকে বসে পড়েছে মিটার, মেশিন নিয়ে চাউল মাপার কারখানা। বিষয়টি চোখে পড়ার মতো সারাদিন এই প্যানেল চেয়ারম্যানের ভাড়া করা ছেলেদের দিয়ে সব চাউল বিক্রি করে দিয়েছে।এবং এক থেকে দেড়শ মানুষের স্লিপ আছে কিন্তু চাউল নেই খুব দুঃখজনক বিষয় বলতেছেন সচেতন মহল। তবে এ বিষয় নিয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে অনেক মা, বোন, গরিব, মিসকিন, ইউনিয়ন পরিষদ থেকে খালি বস্তা নিয়ে বাড়িতে ফিরেছেন।