মোঃ রোকনুজ্জামান নীলফামারী প্রতিনিধি // নীলফামারীর ডোমারে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ডোমার হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোজাফফর আলী বক্তৃতা দেন। এতে সঞ্চালনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন। এতে বক্তারা বলেন,বিএনপির প্রতিটি আন্দোলনের ইতিহাসে তৃণমূল নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। রাজপথে, কারাগারে, মাঠে-ময়দানে তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির মূল ভিত্তি। তারাই দলের প্রকৃত সম্পদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ