মোঃ ইলিয়াছ রনি, তজুমদ্দিন // বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা, পুরষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এই উপলক্ষ্যে ২৭ নভেম্বর ২০২৪ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় বিদ্যালয়-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন হাওলাদার ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা ও ক্রিয়া সংগঠক জনাব গিয়াস উদ্দিন পাঞ্চায়েত । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হান্নান কবির এবং উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ সানাউল্লাহ বাচ্চু, জনাব, মোঃ রফিকুল ইসলাম, জনাব মোঃ অহিদুল ইসলাম, জনাব,গণেশ চন্দ্র দাস,বাবু নীল রতন দাস, আলো রায়, রিনা রানী দাস,মোঃ ইকবাল হোসেন, মোঃ জুলফিকার আলি, মোঃ আলাউদ্দিন সুমনসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন বর্তমান অবস্থা নিয়ে দেশের জনগণ ও শিক্ষক শিক্ষার্থীরা সচেতন থাকতে হবে। একসাথে স্মরণ রাখতে হবে ২হাজার ছাত্র- জনতার জীবনের মূল্য কোনভাবে যেন বৃথা না যায়।শিক্ষাপ্রতিষ্ঠান হবে সাম্য মানবতার আতুরঘর। এসময় স্কুলের একটি অডিটোরিয়াম স্থাপন করার জন্য শিক্ষকরা কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ নাঈম ও বিদ্যালয় কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম উপস্থাপনা করেন সহকারী শিক্ষক ফখরুল ইসলাম ও মোঃআবু জাফর উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে রচনা, উপস্থিত বক্তৃতা ও স্ব-রচিত কবিতা আবৃত্তি’র উপর প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরন করা হয়। পরিশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।