মো.রাশেদ খান,ভোলা।।
ভোলার দৌলতখান উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ডের তার বাড়ি থেকে গত শুক্রবার একাই বের হন মোঃ আব্দুল আহাদ (১৫)। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। নিখোঁজ আব্দুল আহাদ এর সন্ধান চায় তার পরিবার । তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট , স্বাস্থ্য মোটামুটি। নিখোঁজ আব্দুল আহাদ এর বাবার নাম- মো. জাকির হোসেন, মাতার নাম- জান্নাত বেগম ।
আব্দুল আহাদ দৌলতখান উপজেলার পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ আব্দুল আহাদ এর সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো। 01836869336 অথবা ভোলা জেলার দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়ার অনুরোধ রইলো