জুবায়ের ইসলাম // পটুয়াখালী জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
গতকাল ২৫ আগষ্ট রোজ বৃহস্পতিবার পুলিশ সুপার হিসেবে তিনি যোগদান করেন। এ সময় তাকে পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার, কলাপাড়া সার্কেল,শাহেদ অহমেদ চৌধুরী, সিনিয়ার সহকারী পুলিশ সুপার, বাউফল সার্কেল,মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেলসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্মতাবৃন্দ।
পুলিশ সুপার হিসেবে যোগদান করে মোঃ সাইদুল ইসলাম বলেন,,মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ নির্মূল করে পটুয়াখালীবাসীকে একটি মডেল জেলা উপহার দিতে চাই। এছাড়াও জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করি।
পুলিশ জনতা মিলে মিশেই আমরা একটি সুন্দর জেলা গড়বো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় জনকল্যানমূলজ কাজ করতে পারি।
Leave a Reply