
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন, ‘স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ৪টার দিকে উচ্চ দক্ষিণ ওয়াজিরিস্তানের ফকির সরাইয়ের মধ্য দিয়ে একটি সামরিক বহর যাচ্ছিল, এমন সময় সশস্ত্র তালেবানরা উভয় পক্ষ থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে ১২ জন নিরাপত্তা কর্মী নিহত হন।’
ওই এলাকায় মোতায়েন থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হামলাকারীরা কনভয়ের অস্ত্র ছিনিয়ে নিয়েছে।
পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।