নিজস্ব প্রতিবেদক // পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘পুলিশের মধ্যে কোনও গ্রুপিং থাকলে আমাকে তথ্য দিন, আমি খতিয়ে দেখবো।’ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পুলিশের মধ্যে বিশেষ কিছু জেলার নামে বিভিন্ন গ্রুপের নাম শোনা যায়, এই গ্রুপিংয়ের কারণে পুলিশিংয়ে ক্ষতি হচ্ছে কিনা— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘কোনও গ্রুপিংয়ের কথা আমার জানা নেই। কারও কাছে এমন কোনও তথ্য থাকলে আমাকে দিন। আমরা খতিয়ে দেখবো।’
Leave a Reply