নিজস্ব প্রতিবেদক // ঢাকার কেরানীগঞ্জে হরতাল ডিউটি শেষে ব্যারাকে ফেরার পথে পুলিশ বহনকারী একটি বাস উল্টে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন পুলিশ সদস্য। বৃহস্পতিবার দুপুরে কদমতলা নামক স্থানে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, দুপুর সোয়া ১টার দিকে ১৪ জন পুলিশ সদস্যকে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। তাদের মধ্যে দুইজনের অবস্থা একটু গুরুতর।
তিনি আরও জানান, গুরুতর আহত রিফাতুল ইসলাম (২৬) ও মো. শাকিল (২৬) নামের দুই পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঢামেকে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে একজনকে পঙ্গু হাসপাতালে ও আরেক জনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
Leave a Reply