খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। আজ সোমবার (২৯ আগস্ট) জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিভাগীয় সদর বরিশাল জেলার সাথে বিভাগের অন্য ৪ জেলার সিমান্ত এলাকা রয়েছে। নদী বিধৌত বরিশালে আইন শ্রঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি চ্যালেঞ্জের বিষয়। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। যে কোন মূল্যে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।
গত রবিবার বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম। এর আগে, ঢাকা মেট্রোপলিটনের তেঁজগাও জোনের সহকারী কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং একই জোনের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি পাশ্ববর্তী মাদারীপুর উপজেলার কালকিনি উপজেলায়।
Leave a Reply