প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল জেলা জাতীয় পার্টি রাতে সাংগঠনিক সভায় আয়োজন করে। রাত ৮টার দিকে সভার প্রধান অতিথি দলীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার যোগ দেন। এ সময় মহানগর জাপার আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপসের ছবি ব্যানারে না থাকাকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এ নিয়ে এই দুই নেতার সমর্থকদের সঙ্গে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তজা আবেদীনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সভার ব্যানার ছিঁড়ে ফেলেন মহসিনের সমর্থকরা। তখনই দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে রুহুল আমিন হাওলাদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তজা আবেদীন বলেন, ‘মহসিন ও তাপসের ৭-৮ জন সমর্থক এসে সভায় হট্টগোল করেন। পরে দলের কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভার ব্যানারে কেন তাদের ছবি থাকতে হবে, তা আমি জানি না। সভায় কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা সব দেখেছেন।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না।
তিনি বলেন, ‘এ ঘটনা নিজের মধ্যে ভুল বোঝাবুঝি। দলের কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে মিলিয়ে দিয়েছেন। এখন আর কোন সমস্যা নেই।’
এ বিষয়ে জানতে মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপসের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।
Leave a Reply