নিজস্ব প্রতিবেদক // পরিবারকে বাজার দিয়ে গোসলের উদ্দেশ্যে বের হয়ে ঘরে ফিরেছেন লাশ হয়ে। সন্ধ্যা ৬ টার দিকে বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি নদীর পাড়ের জেটির নিচ থেকে রিক্সাচালক মোঃ আমির হোসেনের লাশ উদ্ধার করেন স্থানীয় যুবক ও বিআইডব্লিউটিএ এর ডুবরি দল।
ঘটনা সূত্রে জানা গেছে, ১০ নং ওয়ার্ড রাজ্জাক স্মৃতি কলোনীর ( কেডিসি) বাসিন্দা রিক্সাচালক মোঃ আমির হোসেন ( ৫০) সকাল সারে ১১ টার দিকে গোসল করতে কেডিসি নদীর পাড়ে যান। কিন্তু অনেকক্ষন অতিবাহিত হওয়ার পর তার পরিবার তাকে আসতে না দেখে খুজতে থাকেন। পরে দেখেন নদীর পারে তার জামা কাপড় পড়ে আছে।
চারদিকে খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু যুবক ও বিআইডব্লিউটিএ এর ডুবরি দল ঘটনাস্থলে আসে। পরে নদীর তলদেশে অনেক তল্লাশির পর তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসি ও পরিবার জানায় তার মৃগী রোগ ছিল। প্রায় সময় তিনি রাস্তাঘাটে অজ্ঞান হয়ে পড়তেন। তার পরিবারে স্ত্রী সহ ৪ ছেলে রয়েছে। উদ্ধার করে তার লাশ বাসায় নেন স্বজনরা।
Leave a Reply