নিজস্ব প্রতিবেদক // ৪ বছরের ডিপ্লোমা কোর্স ৩ বছরে রূপান্তরের সরকারি প্রস্তাবনার প্রতিবাদে বরিশালে চোখে কালো কাপড় এবং হাতে লোহার শিকল পড়ে মানববন্ধন ও প্রতীকী বিক্ষোভ মিছিল করেছে বরিশালের সরকারি ও বেসরকারী বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্তর থেকে বিভিন্ন পলেটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা একটি প্রতীকী মিছিল বের করে। চোখে কালো কাপড় এবং হাতে লোহার শিকল পড়ে কয়েকজন শিক্ষার্থী মিছিলে অংশ নেয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক মানববন্ধন করে তারা। মানববন্ধন চলাকালে শিক্ষার্থী গোলাম নবী, মো. তৌফিক, মো. রাফাতুল, নাদিম মাহমুদ, রিয়াজুল ইসলাম, রবিউল ইসলাম, রনি শীল ও সাফিকুল ইসলাম শাফিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ৪ বছরের কারিগরি শিক্ষার মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীরা দেশের সম্পদ হতে চায়। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৪ বছরের ডিপ্লোমা কোর্স ৩ বছর করার ঘোষনা দেয়ায় পলিটেকনিক শিক্ষার্থীরা বিস্মিত। তারা ৪ বছরের ডিপ্লোমা কোর্স অব্যাহত রাখার দাবি জানান। এ বিষয়ে সরকার দ্রুত স্পস্ট ঘোষনা না দিলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
Leave a Reply