নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়ন করপোরেশেন (বিসিক) বরিশালের উপ-পরিচালকের গাড়িচালক রাশেদ মীরকে (২৭) ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বিসিক শিল্প নগরীর বেঙ্গল বিস্কুট কারখানার সম্মুখ থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
আটক রাশেদ মীর বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের বিসিক রোডের কমিশনার গলির বাসন্দিা মান্নান মীরের ছেলে।
ওসি জানান, আটকের সময় রাশেদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাশেদ জানিয়েছেন তিনি বরিশাল বিসিকের উপ-পরিচালকের গাড়িচালক।
বিসিকের উপ-পরিচালক জালিস মাহমুদ জানান, রাশেদ চুক্তিভিত্তিক কর্মচারী। মাদকসহ আটকের ঘটনা অবগত হওয়ার পর তার বিধান অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply