1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
বুড়ি তিস্তা নদীর চরে সবুজের মাঠ যা দেখলে মন ভরে যায় বোরো ধান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

বুড়ি তিস্তা নদীর চরে সবুজের মাঠ যা দেখলে মন ভরে যায় বোরো ধান

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪ 0 বার সংবাদি দেখেছে
মোঃ রোকনুজ্জামান,  নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা উপজেলার বুড়ি তিস্তা নদীর চরে আগাম বোরো ধানের সাফল্যের মুখ দেখতেছেন তিস্তা পারের চাষীরা। যতই দিন ঘনিয়ে আসতেছে ঠিক ততই জানো দোল দিচ্ছে আগাম বোরো ধান চাষীদের উঠানে ওঠার জন্য। এবং সবুজ রঙ্গে ভরে গেছে তিস্তা, বুড়ি তিস্তার চর সহ বিভিন্ন নদ নদীর বুকে। যেমন বোরো ধান চাষাবাদের সুবিধা অন্যান্য জমির চেয়ে, চরে তেমন কীটনাশক, সার এবং ঘাস হয় না,ও পোকামাকড় যা ধান ক্ষেত নষ্ট করার সম্ভাবনা থাকে।
নদীর চরে চাষাবাদ করে হাজার হাজার মানুষের জীবনমান পাল্টে যাচ্ছে দিন দিন, এবং উন্নত হচ্ছে হাজার, হাজার মানুষের সংসার। পরিত্যক্তি নেই এক শতাংশ জায়গা যেখানেই সুযোগ পাচ্ছে কৃষকরা সেখানেই চাষাবাদ করতেছে বিভিন্ন শস্যক্ষেত্র। তবে জলঢাকা কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে থাকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এবং যেকোনো পরামর্শ প্রদান করেন কৃষি কর্মকর্তারা জলঢাকা নীলফামারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ