মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // মেহেন্দিগঞ্জে চলাচলের একমাত্র রাস্তায় বিদ্যালয়ের টয়লেট নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী নুর জাহান বেগম গণমাধ্যমকে বলেন পানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা আমার পিতা প্রয়াত আব্দুল করিম সরদার। ওই বিদ্যালয়ের সাথেই আমার বসতবাড়ি। আমি পিতার ওয়ারিশসুত্রে পাওয়া ২৮শতাংশ জমি আর আমার এক বোন ফিরোজ নাহার বেগর এর অংশের ২৮ শতাংশ জমি ক্রয় সুত্রে মালিক। আমার মোট জমি ৫৬ শতাংশ । সে জমিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করে আসছি। ওই জমি নিয়ে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ রহিম সরদার এবং জাহাঙ্গীর রাঢ়ীর সাথে আমার পুর্ববিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে আমাকে ক্ষতি করার লক্ষ্যে বর্তমান প্রধান শিক্ষক মোঃ সগির আহমেদ এর সহযোগিতায় বিদ্যালয়ের চতুরপাশে জায়গা থাকা সত্ত্বেও আমার বাড়ির চলাচলের একমাত্র রাস্তায় ষড়যন্ত্রমুলকভাবে এই টয়লেট নির্মাণ করা হচ্ছে। আমি শত অনুরোধ করা সত্ত্বেও তারা তা শুনছেন না। বিদ্যালয়ের জমি দাবী করে আমার বাড়ির চলাচলের রাস্তা আটকিয়ে দিচ্ছে। আমি এখন নিরুপায় হয়ে পড়েছি। একপর্যায়ে বাধা দেওয়ায় আমাকে হুমকি ধামকি দিয়েছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য আমাকে এখান থেকে উচ্ছেদ করা। এর আগেও জাহাঙ্গীর রাঢ়ী আমাদেরকে একাধিকবার হয়রানিসহ ২৮ লাখ টাকা দাবী করেছিলো। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। এই বিষয়ে প্রাক্তন আঃ রহিম এবং বর্তমান প্রধান শিক্ষক সগির আহমেদ বলেন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকের স্বার্থে বিদ্যালয়ের জমিতে টয়লেট নির্মাণ হচ্ছে।