
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী অহিদ দেওয়ান’র বিরুদ্ধে।
তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই তিনি আরেকটি বিয়ে করেছেন।
অভিযোগে জানা যায়, যৌতুকের দাবী এবং দ্বিতীয় বিবাহ মেনে না নেওয়ায় প্রথম স্ত্রী নুরুন নাহার (৪০)কে কুপিয়ে জখম করেন স্বামী অহিদ দেওয়ান। আহতকে তার স্বজনরা উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার সময় স্বামী কর্তৃক মারধর করার ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী নারী বলেন, ‘আমার স্বামীর চাহিদামতো যৌতুকের টাকা দিতে না পারায় আমার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। প্রতিবাদ করতে গেলে তালাক ও মেরে ফেলার হুমকি দেন। পরে জানতে পারি গোপনে তিনি এক নারীকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে চাইলে আমাকে অমানুষিক নির্যাতন করে সন্তানসহ ঘর থেকে বের করে দেন। আরও বলেন, টেডা দিয়ে কোপ দিয়ে হাত রক্তাক্ত জখম করেছে। আমার সন্তানদের দিকে তাকিয়ে স্বামীর অত্যাচার-নির্যাতন সহ্য করেছিলাম। নিরুপায় হয়ে এখন আপনাদের কাছে অভিযোগ করেছি। আমি কিছুদিন আগে স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেছিলাম। স্ত্রী ছাড়াও বৃদ্ধা শাশুড়ীকেও মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
আহতের বোন স্বপ্না বেগম বলেন, আমার বোনকে মারধর করে ৫সন্তানের সাথে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে থাকে দুলাভাই। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, যাতে আমার বোন ন্যায় বিচার পায়।
অভিযুক্ত স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।