1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ম্যাটস শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জে এক ঘন্টা কর্মবিরতি! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

ম্যাটস শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জে এক ঘন্টা কর্মবিরতি!

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ 0 বার সংবাদি দেখেছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের যৌক্তিকতার দফা দাবি আদায়ে ও মন্ত্রণালয় কর্তৃক প্রতিশ্রুতি মোতাবেক চার দফা দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ প্রশাসনের উস্কানিমূলক হামলা ও নৃশংস ভাবে শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে, কেন্দ্র ঘোষিত সারা দেশের ন্যায় মেহেন্দিগঞ্জে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণরা কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত (১) ঘন্টা তারা কর্মবিরতি পালন করেন। এসময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ উপস্থিত থেকে, চার দফা দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ দাবি আদায়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। মেহেন্দিগঞ্জে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণে স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। এ জন্য আমরা গত রোববার (৯ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু তাতে হামলা চালায় পুলিশ। এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই নেক্কার জনক ঘটনায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এই হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানাই। উল্লেখ, গত ৯-০২-২০২৫ মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশ হামলা করেন।
তাদের দাবিগুলো হচ্ছে-১. এক যুগের (১২ বছরের) অধিক সময় ধরে নানান অজুহাতে স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের শূন্য পদে বন্ধকৃত নিয়োগ অভিযুক্ত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে। (কারণ, ওখানে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসা শিক্ষায় শিক্ষিতদের এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ঔষধের মাধ্যমে সেবা প্রদান করা হয়, যা জনগণের সাথে এক ধরনের প্রতারণা)। ২. প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তন (১৯৮৫ সালের সিদ্ধান্ত) সহ ২০২১ এর কোর্স কারিকুলামের ত্রুটি ও অসংগতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করতে হবে। ৩. উচ্চশিক্ষা বঞ্চিত, বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হবে।
৪. প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন সহ প্রস্তাবিত সকল ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ