নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশনে রোগাক্রান্ত গরু জবাইয়ের পর বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ের ভয়ে পালিয়ে যায় চার কসাই। তারা হলেন— নোমান, মো. রাসেল, কবির ও রায়হান। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে চরফ্যাশন কসাই বাজারে রুগ্ন গরুটি জবাইয়ের জন্য প্রস্তুত করলে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাইদ গরুটি জবাই করতে নিষেধ করেন। কিছুক্ষণ পরই চার কিশোর কসাই মিলে বাজার থেকে ২০০ গজ দূরে লোকচক্ষুর আড়ালে হাবিবুর রহমান দফাদার বাড়ির বাগানে রোগাক্রান্ত গরুটি জবাই করে।
চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পৌরসভার স্বাস্থ্য সহকারী বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।
Leave a Reply