লালপুর (নাটোর) প্রতিনিধি // লালপুরের মোহরকয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে জনি ইসলাম নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জনি ইসলাম (২৫) নামের যুবক পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনেক দিন ধরে পারিবারিক কলহের কারণে জনি দুশ্চিন্তাতে ভুগছিলেন । এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ৮ দিকে সকলের অগচরে তরল বিষপান করে। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: মোনোয়ারুজ্জামান জানান, এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply