1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটে জুমার নামাজে যাওয়ার পথে পিকআপ’র ধাক্কায় প্রাণ গেল এক যুবকের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

লালমনিরহাটে জুমার নামাজে যাওয়ার পথে পিকআপ’র ধাক্কায় প্রাণ গেল এক যুবকের 

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে
এস এম আলতাফ হোসাইন সুমন,লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে একসাথে জুমার নামাজ পড়তে বেরিয়েছিলেন দুই বন্ধু মিরাজ অনিক কিন্তু পথেই ঘাতক পিকআপ কেড়ে নিল এক বন্ধুর প্রাণ। মুহূর্তের দুর্ঘটনায় নিথর হয়ে গেল বন্ধু মেরাজের দেহ আর সেই নিথর দেহের পাশে গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছিলেন আরেক বন্ধু অনিক।
শুক্রবার (২০শে জুন) দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা নবীনগর এলাকায় এই মর্মান্তিক  দুর্ঘটনাটি ঘটে।
নিহত মেরাজ হোসেনের (২১) এর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত মেরাজ পাটগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকার আলিউল ইসলামের ছেলে। তার বন্ধু অনিক ইসলাম (২২) একই এলাকার একরামুল হকের ছেলে। তাদের দুজনের বন্ধুত্ব ছিল খুব গভীর।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে দুই বন্ধু মিলে জুমার নামাজ পড়ার জন্য পার্শ্ববর্তী বড়খাতা ইউনিয়নের বড় মসজিদে (ভাঙা মসজিদ) বাইকযোগে  যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাইক  চালাচ্ছিলেন অনিক, পেছনে বসেছিলেন মেরাজ। কিন্তু তাদের সেই যাত্রা আর পূর্ণতা পায়নি। ঘটনাস্থল  বাউরা নবীনগর সরকারপাড়া মোড়ে পৌঁছাতেই নীলফামারী থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে সজরে  ধাক্কা দেয়। মুহূর্তেই সড়কের ওপর লুটিয়ে পড়েন দু’জনে।
এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান মেরাজ। তার রক্তমাখা নিথর দেহের পাশে গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছিলেন বন্ধু অনিক। স্থানীয়রা ছুটে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। তারা দ্রুত মারাত্মকভাবে আহত  অনিককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ বাবা আলিউল ইসলাম ও মা। তাদের আহাজারিতে  এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই । এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। একটি তরতাজা প্রাণ ঝরে গেল। আহত অন্যজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ দিলে পিকআপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ