এ সপ্তাহে ‘কফি উইথ করণ’ টক-শোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ও কিয়ারা। তারকারা সাধারণত এই অনুষ্ঠানে এসে না বলা সব গোপন কথা বলেন। কিয়ারাও তাই করলেন।
কিয়ারা জানান, শহীদের জুতার জন্য আট ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল তাকে। তিনি বলেন, ‘শহীদের ওপর খুব বিরক্ত হয়েছিলাম। একটা দৃশ্যে তিনি কী জুতা পরবে তার জন্য আমাকে আট ঘণ্টা অপেক্ষা করানো হয়েছিল।’
কিয়ারার এই কথায় উত্তরও দিয়েছেন শহীদ। তিনি বলেন, ‘এটা সত্যি। আমাকে যদি একটা জুতার জন্য আট ঘণ্টা দাঁড় করানো হত, আমিও খুব বিরক্ত হতাম।’
এদিকে কিয়ারা এখন ব্যস্ত ‘সত্য প্রেম কী কথা’ ছবির কাজে। এই ছবিতে তার নায়ক কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া-টু’ ছবির পর এই ছবির মাধ্যমে ফের দর্শকের সামনে হাজির হবেন কিয়ারা। শিগগিরই মুম্বাইয়ে শুরু হবে দৃশ্যধারণের কাজ।
Leave a Reply