নিজস্ব প্রতিবেদক // টানা নাটকীয়তার পর নতুন তথ্য জানা গেল শাকিব-বুবলীকে নিয়ে। শনিবার (১ অক্টোবর) লাইট-ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এ জুটির। তপু খানের পরিচালনায় ‘লিডার: আমি বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং করবেন তারা। রাজধানীর একটি অভিজাত হোটেলে হবে শুটিং। এমনটাই জানা গেছে একাধিক সূত্রে।
সূত্রের খবর, গানের বাকি অংশের শুটিং হবে ঢাকাতে। শুক্রবার বিকেল ৫টায় নিকেতনে বুবলীর এ গানের রিহার্সেল করার কথা ছিল। কিন্তু পরে ক্যানসেল করতে হয়েছে। শনিবার কড়া নিরাপত্তায় শুটিং হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, সাংবাদিকদের ভিড় এড়ানোর জন্যই বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এছাড়া হোটেল কর্তৃপক্ষ থেকেও বিধিনিষেধ রয়েছে। তাই মাত্র ১৫ জন লোক নিয়ে শুটিং শেষ করতে হবে।
শাকিব-বুবলী ছাড়াও বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটিতে অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে। এদিকে শুক্রবার দুপুর ১২টায় নিজের ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করেন বুবলী। জানান, ছেলের নাম শেহজাদ খান বীর। তার বাবা শাকিব খান। এর ঠিক ১৯ মিনিট পর একই ছবি পোস্ট করে শেহজাদের বিষয়টি স্বীকার করেন শাকিব খানও।
Leave a Reply