খবর বিজ্ঞপ্তি
বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও দৈনিক সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এম আর শুভ’র পিতা আবুল কালাম গতকাল সোমবাার ভোররাত ৪ টায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাব সদস্যরা। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
একইসাথে বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সভাপতি এসএম রাকিবুল হাসান ফয়সাল ও সাধারণ সম্পাদক সৈয়দ বাবুসহ সদস্যরা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল শাখার নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও দৈনিক সত্য সংবাদ পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন।