স্টাফ রিপোর্টার // নারায়ণগঞ্জের প্রয়াত প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সেলিম খন্দকার খোকার রুহের মাগফেরাত ও অসুস্থ্য আনিসুল ইসলাম সানির আশু সুস্থতা কামনায় বন্দরের সর্বস্তরের নাট্যকর্মীদের উদ্যোগে ২৩ নভেম্বর শনিবার বাদ মাগরিব বন্দরের বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার হলরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রবীণ নাট্য ব্যক্তিত্ব মিয়া খালেকুজ্জামানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন সোনাকান্দা নাট্য গোষ্ঠীর কর্ণধার মোহাম্মদ হোসেন নূর, চৈতন্য নাট্য গোষ্ঠীর মোঃ শহীদুল্লাহ্,অংকুর থিয়েটারের মোঃ ওবায়েদ উল্লাহ,মোঃ রোমান,বিশিষ্ট টিভি নাট্য প্রযোজক মনিরুজ্জামান স্বপন,মফিজুর রহমান মফিজ,মদনগঞ্জ নাট্যগোষ্ঠীর মোঃ ফিরোজ খান রেফারেন্স নাট্যগোষ্ঠীর মিতু মোর্শেদ,শ্রাবণ নাট্য গোষ্ঠীর হাজী নাসিরউদ্দিন,সিরাজউদ্দৌলা নাট্য দলের খালিদ সাইফুল্লাহ,মিডিয়া ভিশনের মোঃ আনোয়ারুল হক,সামসুল হাসান, ডাঃ বকুল পারভেজ,আল মামুন,খবির আহমেদ, মহিউদ্দিন মোহন,সৃষ্টি গ্রুপ থিয়েটারের মোঃ ফারুক হোসেন,হেলাল আহমেদ,কুমকুম আক্তার, সুবাস চন্দ্র ঘোষ প্রমুখ। এতে একাত্নতা প্রকাশ করেন জনেজন নাট্য সম্প্রদায়ের মহিউদ্দিন খোকা,মোঃ উজ্জল,কথক নাট্যদলের হাজী পিয়ার জাহান কমল,মাইনুদ্দিন মানু,সিরাজউদ্দৌলা নাট্যদলের মোঃ কবির হোসেন,নাজমুল হাসান,ফরিদ মিয়া,মিডিয়া ভিশনের আল আমিন, মোঃ রবিন প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যকর্মী জোট,নারায়ণগঞ্জ (২০২৪-২০২৫) নির্বাচনের সভাপতি পদপ্রার্থী মোঃ মাসুমুল হক সোহেল ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহমেদ সেন্টুও উপস্থিত ছিলেন।