1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সেনা অভিযানে মঠবাড়িয়ায় মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

সেনা অভিযানে মঠবাড়িয়ায় মাদক ও অস্ত্র উদ্ধার, আটক ৪

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৮ 0 বার সংবাদি দেখেছে

গোপন সূত্রের ভিত্তিতে গতকাল রাতে মঠবাড়িয়া আর্মি ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান শেষে দেশীয় ধারালো অস্ত্র (৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল), ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫,৯০০ টাকা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া কুখ্যাত মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান হাসিব পিতাঃ মোঃ হেলাল উদ্দিন (৩টি মামলা), নাজমুল শিকদার ওরফে কালিয়া পিতাঃ নাসির শিকদার (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), মোঃ ফাহাদ পিতাঃ মোঃ কুদ্দুস মুন্সি এবং মোঃ তৌহিদুল ইসলাম পিতাঃ রিপন হাওলাদার নামে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

আটককৃতদের মঠবাড়িয়া আর্মি ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানাতে উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ক্যাম্প কমান্ডারকে অবহিত করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ