1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে কমেছে ৩ টাকা ৩০ পয়সা। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিইআরসির নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৬৪ পয়সা। গত মাসে এটি ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। প্রতি মাসেই সৌদি সিপির ভিত্তিতে এই দাম নির্ধারণ করা হয়। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন আমদানি করা হয়, যার মূল্য নির্ধারণ করে সৌদি আরবের আরামকো।

গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডার ছাড়াও অন্যান্য আকারের সিলিন্ডারের দাম একইভাবে হ্রাস পাবে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা এবং অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিইআরসি ২০২১ সালের এপ্রিল থেকে মাসভিত্তিক এলপিজির দাম নির্ধারণ করে আসছে। যদিও বাজারে নির্ধারিত দামে বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ