1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

৫-১১ বছরের শিশুদের করোনার টিকাদান শুরু

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২৪ 0 বার সংবাদি দেখেছে

৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রাথমিকভাবে ঢাকাতে এই টিকাদান কর্মসূচি চলবে। পরবর্তীতে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯টায় টিকাদান কার্যক্রম শুরু হয়। শিশুদের যে টিকা দেওয়া হবে সে ডোজগুলো আলাদা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।

রাজধানী উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটির আওতাধীন ১৪টি, মোট ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই টিকা দেওয়া হচ্ছে। টিকা কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের যে সব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে

১. আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
২. উত্তরা গার্লস হাই স্কুল, উত্তরা
৩. পল্লবী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৪. সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৫. আমতলী স্টাফ ওয়েলফেয়ার বিদ্যালয়, মহাখালী
৬. মহাখালী আবদুল হামিদ দর্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. হাজি ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর
৮. কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস
৯. বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর
১০. বটমলি হোম বালিকা বিদ্যালয়, তেজগাঁও
১১. কুর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনানিবাস
১২. দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
১৩. ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তরা
১৪. ডুমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলশান
১৫. সাতারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড্ডা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব টিকা দেওয়া হচ্ছে

১. নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাবি
২. বঙ্গভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বঙ্গভবন
৩. খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলগাঁও
৪. আজিমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিমপুর
৫. সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৬. করাতিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৭. মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল

এছাড়া, আগামী ২৮ আগস্ট দক্ষিণ সিটিতে যে সব কেন্দ্রে টিকা দেওয়া হবে:

১. ধানমন্ডি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানমন্ডি
২. ফকিরাপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাপুল
৩. হাজারিবাগ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ
৪. হাজারিবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজারিবাগ
৫. মাহুতটুলি রেনেসাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি
৬. ওয়ারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়ারি
৭. খিলগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

বুধবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্তৃক শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম কর্মপরিকল্পনায় বলা হয়েছে, বিশ্বের অনেক উন্নত দেশের ন্যায় বাংলাদেশ সরকার দেশের কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনা করে ২৫ আগস্ট থেকে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদানের আওতায় আনতে যাচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১২টি সিটি কর্পোরেশনের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে। পরে জেলা, উপজেলা ও পৌরসভাসমূহের স্কুল ও কমিউনিটি পর্যায়ে এ টিকা দেওয়া হবে। এরই মধ্যে কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে শিশুদের জন্য প্রথম পর্যায়ে ৩০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

টিকাদানের জন্য রেজিস্ট্রেশন
১. সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫-১১ বছর বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে।

২. যে শিশুদের জন্ম সনদপত্র নেই, তাদের অভিভাবকরা জন্ম সনদপত্র সংগ্রহ করে রেজিস্ট্রেশন করবেন।

৩. বিদেশি পাসপোর্টধারী শিশুদের সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হওয়ার পূর্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত ‘এক্সেল ছকে’ তথ্য দিতে করতে হবে।

কীভাবে টিকা পাবেন

কোভিড-১৯ টিকা রেজিস্ট্রেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে নিজ নিজ স্কুলে ও পরবর্তীতে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ