মোঃইয়াহিয়া শাকুর,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে সর্বদলীয় জুলাই ঐক্যের আয়োজনে শহরের হৃদয় তরুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হৃদয় তরুয়া চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি, গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দসহ জুলাই আন্দোলনের যোদ্ধারা। বক্তারা বলেন, শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একটি পরিকল্পিত হত্যা, যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, শুধু হত্যাকারী নয়, এর নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদেরও চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।