1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সিসিটিভি কিনতে প্রায় ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সিসিটিভি কিনতে প্রায় ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ 0 বার সংবাদি দেখেছে
66

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪২ হাজার কেন্দ্রের মধ্যে সাড়ে ৬ হাজার কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আজাদ মজুমদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্র— এই সবগুলো কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে বা খোঁজখবর নিয়ে জেনেছে, ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে ইতোমধ্যেই সিসিটিভি আছে। মানে আগে থেকেই এই কেন্দ্রগুলোতে সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকাটা ব্যয় হবে মূলত ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার জন্য।

তিনি বলেন, প্রতিটা কেন্দ্রে কমপক্ষে ছয়টা সিসি ক্যামেরা থাকবে। এর বাইরে যে কেন্দ্রগুলো আছে, সেগুলোতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ইতোমধ্যেই এই কার্যক্রম সব জেলায় শুরু হয়ে গিয়েছে এবং অনেক জোরেসোরে চলছে। বেশ কয়েকটা জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে ইতোমধ্যে সিসিটিভি বা সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হয়েছে গাজীপুর জেলায়। সরকারের পক্ষ থেকে এ জেলায় ৯৩৫টি কেন্দ্রের মধ্যে ৪৪৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, ৩১ জানুয়ারির মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আমাদের সরকারের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, তারা বিভিন্ন জেলায় এর মধ্যেই সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews