নিজস্ব প্রতিবেদক
আধুনিক দেশ ও সমাজ গড়তে হলে শিক্ষা ছাড়া বিকল্প কিছুই নেই। তাই বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। কারণ একমাত্র শিক্ষাই আলোকবর্তিকা হয়ে জীবন চলার পথ দেখাতে পারে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকী৷
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় বরগুনার আমতলী উপজেলায় চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে এসব কথা বলেন তিনি। এদিন বিদ্যালয় মিলনায়তনে ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে শিক্ষকদের সাথে শিক্ষার মনোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন বোর্ড চেয়ারম্যান।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর। শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষা একটি। শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন,অপরিহার্য,ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে। এসময় শিক্ষার্থীদের সঠিক শিক্ষালাভের মধ্য দিয়ে একজন সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠায় আশাবাদা ব্যক্ত করেন চেয়ারম্যান।
এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষককে নিয়ে শিক্ষার মনোন্নয়ন শীর্ষক মতবিনিময়কালে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষাবোর্ডের সব কার্যক্রমে স্বচ্ছতা ও সহজতর নিশ্চিত করা হবে। বোর্ড সংশ্লিষ্ট বিদ্যালয়ের কার্যাদি ও শিক্ষার্থীদের নানা জটিলতা যাতে সহজেই সমাধান করা যায়। এক্ষেত্রে ভোগান্তি কমবে শিক্ষার্থীদের । পাশাপাশি শিক্ষার উন্নয়নেও ভুমিকা রাখবে। শিক্ষকদের বিদ্যালয় সংশ্লিস্ট ইতিবাচক কার্যক্রমে আমরা সন্তস্ট। কিছু প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ ও যথাযথ অবকাঠামো না থাকায় শিক্ষা কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে জানান বোর্ড চেয়ারম্যান। শিক্ষার আলো পুঙ্খানুপুঙ্খভাবে ছড়াতে প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষকদের তৎপরতার সাথে কাজ করার আহবান জানান তিনি। সভায় এ্যাডহক কমিটি নিয়ে নানামুখী প্রশ্ন করেন প্রধান শিক্ষকরা।
এসময় কমিটি গঠনে যথাযথ মন্তব্য ও উত্তরের পাশাপাশি ইতিবাচক একাধিক পরামর্শ ও গঠনমুলক নির্দেশনা প্রদান করেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান।
চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ মতবিনিময় সভায় প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।