মোঃ ছায়েদহোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি // বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বারএসোসিয়েশনের রামগঞ্জ উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল লক্ষ্মীপুর-২ আসনের সংসদসদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুদ্দিন চোধুরী নয়ন এমপি’র উপস্থিতিতেজেলা কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিন রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়ন পরিষদের মেম্বারমোঃ ইয়াছিন আলমকে আহবায়ক, চন্ডিপুর ইউপি মেম্বার রেজাউল করিম (তসলিমমোল্লা)কে ১নং যুগ্ন আহবায়ক ও ভাদুর ইউপিমেম্বার মোঃ মামুন হোসেন যুগ্ন আহবায়ক করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটিঅন্য সদস্যরা হলেন – দরবেশপুর ইউপি মেম্বার মোঃ সোহাগ (যুগ্ন আহবায়ক), লামচর ইউপিমেম্বার আরিফ হোসেন (যুগ্ন আহবায়ক), চন্ডিপুর ইউপি মেম্বার মহিব উল্যাহ স্বপন(সদস্য), ইছাপুর ইউপি মেম্বার কামালহোসেন (সদস্য), ভাটরা ইউপি মেম্বার খালেদ সাইফুল্লাহ (সদস্য), কাঞ্চনপুর ইউপি মেম্বার মোঃশাহাজান(সদস্য), করপাড়া ইউপি মেম্বার আলা উদ্দিন (সদস্য), ভোলাকোট ইউপি মেম্বারআমিনুল ইসলাম (সদস্য), নোয়াগাও ইউপি মেম্বার মাহাবুব হক (সদস্য)। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির১নং যুগ্ন আহবায়ক বশির হাওলাদার ও যুগ্ন আহবায়ক মেহেদী হাসান লিটনসহ জেলা কমিটির সদস্যরা।এসময় রামগঞ্জউপজেলার ইউনিয়ন পরিষদের আহবায়ক মেম্বার মোঃ ইয়াছিন আলম বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ‘শেখহাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ শ্লোগান বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে আসছেনতৃণমূল পর্যায়ে ইউপি মেম্বার গন। তাদের মধ্যে বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা প্রকল্পেরআওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা প্রদান করে আসছে।এছাড়াও সরকারের গৃহিত নান উন্নয়ন কর্মকান্ড মেম্বারদের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। তারইধারাবাহিকতায় জীবন মান উন্নয়ন করার লক্ষে বেতন বৃদ্ধি, সহ ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদমেম্বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ। ইউপিমেম্বারদের কাছে আমি চিরঋণী, তারা আমার সহোদর ভাই, আপনাদের যেকোন সমস্যায় আমিআপনাদের পাশে সহোদর ভাইয়ের মতোই দাঁড়িয়ে ঋাণ শোধ করবো ইনশাআল্লাহ।
Leave a Reply