ডেক্স রিপোর্ট // পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে ডুবে তাবাসসুম আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত তাবাসসুম উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে।
শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে জোয়ারের অতিরিক্ত পানি লোকালয়ে আটকা পড়ে। সকালে বসতঘরের পেছনে থাকা একটি ডোবার পানিতে পড়ে যায় শিশুটি।
পরিবারের লোকজন খোঁজা-খুঁজির পর তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশু তাবাসসুমের বাবা সবুজ হাওলাদার জানান, ঘরের সবাই যখন নাস্তা করছিলো, তখন সে পানিতে ডুবে যায়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, পানিতে পড়ে একটি শিশু মারা যাওয়ার খবর শুনেছি। ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply