নিজস্ব প্রতিবেদক
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বরিশালসহ দেশের ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কার্যক্রম সম্প্রসারণে উদ্বোধন করা হয়েছে। গত বুধবার (২৯শে জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিক, বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভের প্রোগ্রাম ডাইরেক্টর অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী প্রমুখ।
এছাড়াও কর্মসূচীতে নতুন করে অন্তর্ভুক্ত ২২ জেলার সিভিল সার্জন, ৭ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ব্যতীত অন্যান্য বেসরকারী (ICDDRB, JICA) অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.শ্যামল কৃষ্ণ মন্ডল সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকদের পক্ষে বক্তব্য প্রদান করেন। তিনি কর্মসূচী সম্প্রসারনের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি কার্যক্রমে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন। এসময় তিনি বলেন, কার্যক্রমটি যথার্থ বাস্তবায়িত হলে NCD প্রতিরোধে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ এ কর্মসূচীর প্রশংসা ও সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরে অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ লাইন ডাইরেক্টর (NCDC) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ অংশিদারীত্বে বাস্তবায়িত বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচী দেশের ১৮২ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-র প্রকল্প কার্মক্রম বাস্তবায়িত করে আসছে। দেশের বাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রামীন জনগোষ্ঠির জন্য অতীব গুরুত্বপূর্ণএ জাতীয় কর্মসূচীকে বর্তমান সরকার সমস্ত দেশে সম্প্রসারনের উদ্যাগ নিয়েছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৩১০ টি উপজেল স্বাস্থ্য কমপ্লেক্স এ কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়নে সরকারের বৃহত্তম বেসরকারী অংশীদার হিসেবে কাজ করছে। অগ্রাধিকার মূলক জাতীয় এই কর্মসূচীর আওতায় গ্রামীন জনগোষ্ঠির মাঝে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের সনাক্তকরণ, সে সকল রোগীদের দীর্ঘ মেয়াদী চিকিৎসা ব্যবস্থায় অন্তর্ভুক্তিকরণ, বিনামূল্যে ঔষধ প্রদান করা, ফলোআপ চিকিৎসা নিতে উংসাহিত করার লক্ষ্যে প্রতিটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে (UHC) এসিডি কর্ণার চালু করা হয়েছে।
উন্নত যন্ত্রপাতি প্রশিক্ষিত ডাক্তার ও নার্স, ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধিত রোগীদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের জন্য হাসপাতালের সংক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।