বরিশালের উজিরপুর উপজেলার ,বামরাইল বন্দরে আগুনে পুড়ে ৬টি দোকান ভস্মিভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
উপজেলার বামরাইল বন্দরে (১৬ আগষ্ট) মঙ্গলবার রাত ৩ টার দিকে এঘটনা ঘটে। এতে ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা, স্থানীয়রা জানায়, মঙ্গরাত ৩টার দিকে এই ৬টি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন দেখে এলাকাবাসী পানি এবং বালি দিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করতে সখম হই। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লেগে ৬টি দোকান মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় । ৬টি দোকান মোট ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিঠুন দাস জানান, রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। পরে এলাকাবাসীর চিৎকারে আমার ঘুম ভাঙ্গে ।
Leave a Reply