নিউজ ডেস্ক।।
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে বিআরটি প্রকল্পের একটি গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের কাজ চলার সময় একটি গার্ডার প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হন।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চারজনের লাশ গাড়ির ভেতরে ছিল। এছাড়া আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply