পটুয়াখালী প্রতিনিধি // কলাপাড়ায় মিঠু হাওলাদার (৩৮) নামের এক যুবকের মৃত্যু নিয়ে নানান ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। পৌরসভার কলেজ রোড এলাকায় নিজ বাসায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টায় ওই যুবক অসুস্থ হয়ে পড়লে কলাপাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
কলাপাড়া থানা পুলিশ এমন তথ্য দিয়েছে। তবে মৃত মিঠুর বড় ভাইয়ের দাবি এই মৃত্যু স্বাভাবিক নয়। অস্বাভাবিক মৃত্যু এবং এজন্য মিঠুর স্ত্রী সাথী আক্তার সুমি কে দায়ী করা হচ্ছে।
কলাপাড়া থানার ওসি মোঃ জসীম আরও জানান, পরিবারের আপত্তির কারণে মিঠুর লাশ শুক্রবার দুপুরের পরে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মৃত মিঠু হাওলাদারের আট বছর বয়সী এক মেয়ে রয়েছে।
Leave a Reply