গৌরনদী প্রতিনিধি।।
বরিশালের গৌরনদীতে সঠিক মাত্রায় ভেটেরিনারি এন্টিবায়োটিক প্রয়োগ ও ভেজালমুক্ত পশু খাদ্য বিক্রয়ের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলাপরিষদ মিলনায়তনে ভেটেরিনারি ঔষধ ও পশুখাদ্য বিক্রেতা এবং ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহামুদুল হাসান ফরিদ, প্রাণিসম্পদ সম্প্রসারন অফিসার ডা. মেখ আরিফুল রহমান। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, সিনিয়র মেডিকেল প্রশোশন অফিসার মোহাম্মদ আলী, লোকমান হোসেন ইমন, ফিল্ড ডিলার মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা সঠিক মাত্রায় ভেটেরিনারি এন্টিবায়োটিক প্রয়োগ ও ভেজালমুক্ত পশু খাদ্য বিক্রয়ের জন্য বিক্রেতাদের আহবান জানান। এ বিসয়ে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।