নিজস্ব প্রতিবেদক
গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার এই স্লোগান নিয়ে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাঁধা ছাড়াই বরিশাল নগরীতে প্রকাশ্যে পৃথক র্যালি ও বড় মহড়ার মাধ্যমে পৃথক মিছিল এবং সমাবেশের মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল।
বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় চত্বরে পৃথকভাবে জেলা ও মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বেলা সাড়ে ১২টার দিকে কয়েক হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এরই ধারবাহিকতায় ১২ নং ওয়ার্ড ছাত্রদল নেতা শাহাদাত খানের নেতৃত্বে বিশাল একটি র্যালী শোভাযাত্রায় অংশ নেয় । র্যালীতে শত শত কর্মীরা অংশ নেন।
র্যালীর অগ্রভাগে নেতৃত্বে দেন ছাত্রদল নেতা শাহাদাত। র্যালীটি নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি’র দলীয় কার্যালয়ে সমাপ্ত হয়। এসময় শত শত কর্মীদের দলীয় নানা স্লোগানে মুখরিত হয় পুরো দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা। এসময় ওয়ার্ড ছাত্রদলের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।