নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নৈরাজ্যের কোন প্রশ্রয় দেয়া হবে না, বিজয়ের উল্লাসে উল্লসিত হয়ে বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জনগনের কাছে শান্তির বার্তা পৌছে দিতে চাই বলে জানিয়েছেন বরিশাল নগর বিএনপি’র সদস্য সচিব মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া।
গতকাল সন্ধায় বিজয় দিবসকে সামনে রেখে নগরীর গুরুত্বপুর্ণ সড়কে শান্তিপুর্ণ অবস্থান বজায়ের লক্ষ্যে মোটরসাইকেল মহড়া শেষে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সসস্ত্র সংগ্রামের মাধ্যমে লাখো শহিদের রক্তের বিনিয়মে এ বাংলাদেশের স্বাধীনতা অর্জন। আগামীকাল (আজ) বিজয় দিবস। একটি আনন্দের দিন। জণগনের সাথে কাঁধে কাধ মিলিয়ে এ আনন্দ উপভোগ করতে চাই।
স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। তাদের সতর্ক করে বলতে চাই, বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণ আজ ঐক্যবদ্ধ। তারা ঐসব সন্ত্রাসী দোসরদের বিরুদ্ধে প্রতিহতে ঐক্যবদ্ধ। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। তারা রাতের আধারে মুস্টিমেয় ৫/৭ জন লোক নিয়ে রাজপথে এসে পালিয়ে যায়। এরা সন্ত্রাসী। এদের প্রশাসন খুজছে। এদের ধরিয়ে দিতে প্রশাসনকে অবহিত করতে জনগণের কাছে আহবান জানাই।
এদিকে নগর বিএনপি’র সদস্য সচিবের নেতৃত্বে মিছিলে অংশ নেয় অন্যান্য নেতাকর্মীরা। জানা গেছে, বিজয় দিবসকে কেন্দ্র করে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিজয়ের এ মহান দিনকে কলুষিত করতে না পারে জন্য মহানগর বিএনপি সতর্ক অবস্থানে রয়েছে। বরিশালকে নিরাপত্তায় তারা সদা জাগ্রত অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখযোগ্য নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত মোটরসাইকেল মহড়াটি নগরীর রুপাতলী থেকে শুরু করে সাগরদী, প্রাণকেন্দ্র সদর রোড, লাইন রোড হয়ে এনেক্স ভবনের সম্মুখে সমাপ্ত হয়। এসময় যুবদল, শ্রমিকদল , ছাত্রদলসহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।